ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ এপ্রিল) ভোরে ইউনিয়নের সামাইর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম বায়ান্ন টিভিকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুকুর শিকদারকে শনিবার (৩ এপ্রিল) রাতে কোনো এক সময় হত্যা করা হয়। পরে রাস্তার পাশে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আজ ভোরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কি কারণে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসকে//