দেশজুড়ে

বিমান বাহিনীর সদস্যকে মারধর, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ছুটিতে থাকা বিমান বাহিনীর সদস্য কর্পোরাল জসিম উদ্দিনকে হাতকড়া পরিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় বিমান সদস্যের মা-বাবা ও স্ত্রীকেও শাররিকভাবে লাঞ্চিত করেন পুলিশের ২ কর্মকর্তাসহ  ২ সদস্য। এ ঘটনায় এক এএসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ মে) অভিযুক্ত পুলিশের এএসআই সেলিম ও শহীদুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ভুক্তভোগীর কর সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ধামরাই থানার এএসআই সেলিম ও শহীদুর রহমানসহ চারজন পুলিশ সদস্য উপজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল গ্রামে ছুটিতে থাকা বিমান বাহিনীর সদস্য (কর্পোরাল) জসিম উদ্দিনের বাড়িতে যায়। এ সময় এএসআই সেলিম ওয়ারেন্ট আছে বলে জসিম উদ্দিনকে হাতকড়া পরিয়ে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে পেটান। এ সময় জসিম উদ্দিন নিজেকে বিমান বাহিনীর সদস্য পরিচয় দেন এবং ওয়ারেন্ট দেখাতে বললেও পুলিশ তার কথা শোনেননি

এসময় স্বামীকে মারধরের প্রতিবাদ করেন ইয়াসমিন আক্তার। তিনি পুলিশকে বিমানবাহিনীর পরিচয়পত্র দেখান। তবে পুলিশ সদস্যরা সেই পরিচয়পত্র ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি

ইয়াস্মিন জানান, এসময় এএসআই সেলিম তার চুলের মুঠি ধরে টেনে পেছনে কয়েকটি লাথি মারেনএরপর তাকে টেনে এনে ঘাড় ধাক্কা দিয়ে শুকনা ভুট্টা গাছের স্তুপের ওপর ফেলে শাররিক হেনেস্থা করেন।

জসিম উদ্দিনের মা সুফিয়া বেগম, বাবা আক্কাস আলী এগিয়ে এলে ওই সময় পুলিশ সদস্যরা তাদেরকেও মারধর করেন।

পরে এএসআই সেলিম থানায় ফোন করে জানতে পারেন জসিম উদ্দিনের নামে কোনো ওয়ারেন্ট নেই। পরে খবর পেয়ে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমল কুমার রায় ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের হাতকড়া খুলে দেন। তখন এএসআই সেলিম, এএসআই শহীদুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অনুরোধ করে জসিম উদ্দিনের কাছে ক্ষমা চান।

তবে এএসআই সেলিম মারধর করার অভিযোগ অস্বিকার করেছেন

এবিষয়ে ধামরাই থানার ওসি বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত এএসআই সেলিম ও শহীদুর রহমানকে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিমান বাহিনী