গাজীপুরের জয়দেবপুর এলাকায় শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধ হয়ে একে একে পাঁচজনই মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছর বয়সী শিশু তানজিলা, তার মা তাসলিমা বেগম,পারভিন আক্তার (৩৫), পারভীনের ছেলে আয়ান ও সিমা আক্তার (৩০)। রোববার (৪ মে)১০ বছরের শিশু তানজিলা মারা যায়; বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সিলিন্ডার বিস্ফোরণটি সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় ঘটে। এ ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে ওইদিনই রাত পৌনে ১১টার দিকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইন্সটিটিউটে। বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়।
দগ্ধদের মধ্যে সিমা আক্তার সোমবার (২৮ এপ্রিল) মারা যান;বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। পরেরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) তাসলিমা বেগম মারা যান; বিস্ফোরণে শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এরপর শনিবার (৩ মে) এক বছরের শিশু আয়ান মারা যায়; বিস্ফোরণে শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এসকে//