সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোভ্যান উল্টে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (০৪ মে) এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (০৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ।
নিহত শিক্ষার্থীর নাম ইশরাত জাহান (১৭)। তিনি উপজেলার গুয়াগাঁতী গ্রামের বাসিন্দা আসলাম উদ্দিনের মেয়ে। উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন ইশরাত।
জানা গেছে, রোববার (০৪ মে) বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ইশরাত ও তার দুই সহপাঠী। পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া কবরস্থানের কাছে এসে অটোভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় ইশরাত গুরুতর আহত হন। তবে তার সহপাঠীরা সামান্য আহত হন।
গুরুতর আহত অবস্থায় ইশরাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় ।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ইশরাত কলেজের রোভার স্কাউট ছিলেন। তার মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, ইশরাত অত্যন্ত মেধাবী এবং ভদ্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক অকাল ক্ষতি। কলেজে তার সুনাম ছিল।
ইশরাতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার সহপাঠী এবং শিক্ষকরা। সোমবার কলেজে শোকসভার আয়োজন করা হয়েছে।
এসকে//