কক্সবাজারের খুরুশকুল এলাকায় আল্লাহ ওয়ালা হ্যাচারি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আলী আকবর (৩০)।
রোববার (৪ মে) দিবাগত রাতে ওই যুবককে হত্যা করা হয় বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আলী আকবরসহ দুই যুবক রাতে হ্যাচারিতে মাছ চুরি করতে প্রবেশ করেন। হ্যাচারির মালিক রায়হান কাশেম তাদের ধরাধরি শুরু করলে আলী আকবর দেশীয় অস্ত্র দিয়ে নাইটগার্ডকে আঘাত করেন। পরে আত্মরক্ষার্থে নাইটগার্ডও পাল্টা লাঠি দিয়ে আঘাত করেন আলী আকবরকে। এতে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার হওয়ার পর জনতা রায়হান কাশেমকে মারধর করে এবং তার হ্যাচারিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে রায়হান কাশেমসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।
নিহতের স্বজনরা দাবি করছেন, মাছ চুরির অপবাদ দিয়ে আলী আকবরকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। এর আগেও একবার তাকে এভাবে ডেকে এনে মারধর করা হয়েছিল।
জানা গেছে, হ্যাচারির মালিক রায়হান কাশেম এনসিপির রাজনীতির সাথে যুক্ত এবং তার বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় নেতা।
এসকে//