অবশেষে বলিউড সুপারস্টার আমির খানের ভক্ত অনুরাগীদের প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। এরইমধ্যে গেল সোমবার সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ট্রেইলার ও সিনেমা মুক্তির তারিখও জানানো হয়েছে।
‘সিতারে জমিন পার সিনেমার ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে। সোমবার প্রকাশিত পোস্টারের কেন্দ্রে রয়েছেন আমির খান, পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস। গলায় হুইসল, পেছনে ব্যাকবোর্ড। তাঁর দু’পাশে ও পিছনে দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে ১০ জন নতুন মুখ—যাঁদের প্রত্যেকের মধ্যেই ফুটে উঠেছে প্রাণোচ্ছ্বলতা, কৌতূহল আর সাহসিকতার ছাপ। ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, স্পোর্টি ফন্টে ছবির নাম লেখা—‘সিতারে জমিন পর’।তিন মিনিট ২৯ সেকেন্ডের ঝলক দেখে ‘সিতারে জমিন পর’ সব বয়সীদের দেখার উপযুক্ত সিনেমা বলে ইতিমধ্যেই প্রশংসাপত্র দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার বলিউড সিনেমা ‘তারে জমিন পার’। এই ছবিটির সিক্যুয়েল হিসেবে দেড় যুগ পর তৈরি হয়েছে ‘সিতারে জমিন পার’। এবারও সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে আমির খানকে। তার বিপরীতে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ।
আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পেতে যাওয়া ‘সিতারে জমিন পর’সিনেমায় আরও অভিনয় করেছেন দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ।
এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে ১০ জন নতুন মুখের। এটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম বারের মতো কোনো উল্লেখযোগ্য ঘটনা।
‘সিতারে জমিন পার’সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে আরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর মতো নতুন অভিনেতা-অভিনেত্রীদের।
‘সিতারে জমিন পার’সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এর আগে তিনি ‘শুভ মঙ্গল সাবধান’ এবং স্বামী চিন্ময় আনন্দের বায়োপিক ‘অন আ কোয়েস্ট’ পরিচালনা করেছেন। ‘সিতারে জামিন পার’সিনেমায় গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন বিখ্যাত সংগীতত্রয় শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা এবং অপরণা পুরোহিত।
সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ও স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীর জীবনভিত্তিক সিনেমা ‘অন অ্যা কুয়েস্ট’ পরিচালনা করে প্রশংসিত হন।
এদিকে, পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির একঝলক দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। নির্মাতারা জানিয়েছেন, আগামী ৮ মে, ২০২৫ তারিখে প্রকাশ পাবে সিনেমার প্রথম অফিসিয়াল ট্রেলার। সবকিছু ঠিক থাকলে আসছে ২০ জুন ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।
এমআর//