আন্তর্জাতিক

ভারতের ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা

আনর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তরপশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত তিনজন ভারতীয় নিহত হয়েছেন বলা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।

শুক্রবার (০৯ মে) রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। খবর জিও নিউজের।

গেল ২৪  ঘণ্টায় পাকিস্তান প্রায় ৪০০টি তুর্কি নির্মিত ‌‘সোনগার’ ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। 

হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরা, অমৃতসর, ফিরোজপুর, ফাজিলকা, জয়সলমের, লালগড় যতন, বর্মের, ভূজ, কুয়ার বেট ও লক্ষী নালা। কাশ্মীর ও রাজস্থানের পোখরান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমানঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ের ওপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।

প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, ভারতীয় হামলায় বেশ কয়েকটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #পাকিস্তান #পাক-ভারতযুদ্ধ