দেশজুড়ে

বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় বাড়ির পাশের ফসলি জমি থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতি (১৫)। নিহত জান্নাতি ওই গ্রামের জাহিদুল হকের মেয়ে এবং কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

শনিবার (১০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বায়ান্নটিভিকে ঘটনাটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মেয়েটির মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। 

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো জান্নাতি শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে।  শনিবার সকালে তাকে বাড়ির পাশে জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  পূর্বশত্রুতার জেরে জমি সংক্রান্ত বিরোধ থেকেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে জান্নাতিকে হত্যা করেছে। 

ওসি হাবিবুল্লাহ আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রাম | স্কুলছাত্রী | মরদেহ