খেলাধুলা

আইপিএলের প্ল্যান-বি প্রস্তুত থাকলেও ফিরে যাচ্ছেন বিদেশিরা

স্পোর্টস ডেস্ক

ছবি: পিটিআই

এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তবে ভারত ও পাকিস্তানের যে পরিস্থিতি, তাতে এক সপ্তাহ পর আইপিএল শুরু হবে- এমনটি বলা যায় না। এমনকি বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ মিলে প্ল্যান-বি প্রস্তুত করছে। সেই পরিকল্পনা গ্রহণ করার আগেই বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা ভারত ছেড়ে যাচ্ছেন।

ভারতের দক্ষিণ দিকের তিনটি শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে আইপিএলের বাকি অংশ করার পরিকল্পনা করছে ভারত। এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা অবশ্য মনে করছেন, এখনই আইপিএল আবার শুরু করা সম্ভব নয়।

আইপিএলের বাকি অংশ যদি মে মাসের মধ্যে শুরু না করা যায়, তবে তা আগস্ট-সেপ্টেম্বর মাসে হতে পারে বলে জানা যায়। এখনো আইপিএলের লিগ ম্যাচ বাকি আছে ১২ টি। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে ১৬ টি ম্যাচ বাকি।

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার বিরূপ পরিস্থিতি চলমান রয়েছে। ভারতে খেলতে আসা বিদেশি খেলোয়াড়রা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিজেদের দেশে। শুধু খেলোয়াড়রা নন, বিদেশি কোচিং স্টাফরাও ফিরে যাচ্ছেন। ফলে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া আইপিএলের ভবিষ্যৎ নিয়ে এখনো পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আইপিএল