খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে বিরল দৃশ্য, ১০ জন হলেন 'রিটায়ার্ড আউট'

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য এর আগে দেখা যায়নি! নারী ও পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ঘটনার জন্ম হয়েছে। যেখানে এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন।

শনিবার (১০ মে) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। তারা ১৬ ওভার খেলেই ১৯২ রানের বড় সংগ্রহ তোলে। ওপেনার ইশা ওঝা করেন ৬৭ বলে ১১৩ রান, অধিনায়ক থিরথা সাতিশ করেন ৪৩ বলে ৭৪ রান।

মাঠে তখন হঠাৎ করে বৃষ্টির দেখা মেলে। সময় বাঁচানো ও পয়েন্ট সমুন্নত রাখতে নতুন এক ভাবনা দেখা দেয় আরব আমিরাত ম্যানেজমেন্টের। তারা মনে করে যথেষ্ট রান দল যোগ করেছে, এখন নতুন ইনিংস শুরু হতে পারে।

যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংস ঘোষণা করার সুযোগ নেই, সেহেতু এক কৌশল প্রয়োগ করে আরব আমিরাত। দুইজন ওপেনারকে রিটায়ার্ড আউট ঘোষণার পর বাকি ব্যাটারদেরও একই পন্থায় আউট করার সিদ্ধান্ত নেয়। সবমিলিয়ে ৮ ব্যাটার শূন্য রানে রিটায়ার্ড আউট হন। কেবলমাত্র শেষ ব্যাটার শূন্য রানে অপরাজিত ছিলেন।

এই রান তাড়া করতে গিয়ে ২৯ রানে অলআউট হয় কাতার। ফলে ১৬৩ রানের বড় ব্যবধানে জয় পায় আরব আমিরাত। কাতারের পক্ষে ব্যাট হাতে ৭ জন ব্যাটার একটি রানও করতে পারেননি, যা আরেকটি রেকর্ড।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রিটায়ার্ড আউট | আরব আমিরাত | কাতার