আন্তর্জাতিক

যুদ্ধবিরতির কয়েকঘণ্টা পরেই পাকিস্তানকে ভারতের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ঠিক তার মাত্র এক ঘণ্টা পরেই জম্মু ও কাশ্মীরে চালানো হয় ড্রোন হামলা। এই ঘটনার পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

শনিবার (১০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং পাকিস্তানকে সরাসরি দায়ী করেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরপরই এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তান বারবার চুক্তি লঙ্ঘন করছে, এবং আমাদের সেনাবাহিনীও এর যথাযথ জবাব দিচ্ছে।’

বিক্রম মিশ্রি আরও বলেন, ‘এই ধরনের আচরণ শুধু অসহনীয়ই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। ভবিষ্যতে এরকম হামলা হলে তা কঠোরভাবে দমন করা হবে। প্রয়োজনে ভারত আরও কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না।’

এর আগে, টানা ১৯ দিন ধরে চলা উত্তেজনার পর গেল শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। দুই পক্ষ থেকেই পরে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে ড্রোন হামলার ঘটনা, যা পরিস্থিতিকে আবারও জটিল করে তোলে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #পাকিস্তান