আবহাওয়া

দক্ষিণাঞ্চলে গরমের দাপট, যা জানালো আবহাওয়া অফিস

দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে এখন মৃদু তাপপ্রবাহ চলছে, যা আজ রোববারও (১১ মে) অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম শনিবার (১০ মে) বিকেলে জানিয়েছেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে সেটি মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে হলে মাঝারি, আর ৪০ ডিগ্রি পার হলে সেটি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বশেষ বিকেল ৩টার তথ্য বলছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মাজহারুল ইসলাম জানান, আবহাওয়ায় ব্যবহৃত বিশেষ বেলুন-সেন্সর থেকে পাওয়া তথ্য বলছে, রোববারও দক্ষিণাঞ্চলে একই রকম গরম থাকবে। তবে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, যদিও গরমের অনুভূতি খুব একটা পরিবর্তন নাও হতে পারে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন আবহাওয়া | গরম | তাপপ্রবাহ