অন্যান্য

আজ বিশ্ব মা দিবস

ছবি: সংগৃহীত

তিনি কখনও ভোরবেলা ঘুম ভাঙার মানুষ, কখনও রাতে সন্তানের পাশে জেগে থাকা এক নির্লিপ্ত পাহারাদার। তিনি ক্লান্ত হন, তবুও হাসেন; ব্যথা পান, তবু বলেন, "কিছু হয়নি।" নিঃস্বার্থভাবে আজীবন যে ভালোবেসে যায় সে আমাদের মা। আজ সেই মায়েদের সম্মান জানাবার দিন, আজ বিশ্ব মা দিবস।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। একদিনের আয়োজন হলেও, মায়ের প্রতি ভালোবাসা, ত্যাগ আর স্নেহের গুরুত্ব বছরের প্রতিটি মুহূর্তে অনুভব করা উচিত। মায়ের যত্ন ও ভালোবাসার ঋণ একটি দিবস আয়োজনে শোধ করা সম্ভব নয়। তবুও আজকের দিনটি বিশেষ, কারণ এ দিনটিকে ঘিরে সন্তানরা একটু বেশি করে ভাবেন, অনুভব করেন মাকে নিয়ে।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ মা দিবস পালিত হচ্ছে নানা আয়োজন। বিভিন্ন রেস্তোরাঁ, ফ্যাশন হাউস ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে ছাড় ও বিশেষ অফার। তবে সবচেয়ে বড় উপহার হয়তো মায়ের জন্য সময় দেওয়া, পাশে থাকা, নিঃশর্তভাবে ভালোবাসা জানানো।

মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে অ্যানা জার্ভিস নামের এক নারী তার প্রয়াত মায়ের স্মরণে দিবসটি উদ্‌যাপন শুরু করেন। পরে ১৯১৪ সালে এটি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে স্বীকৃতি পায়। সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, হয়ে ওঠে মাকে সম্মান জানানোর আন্তর্জাতিক দিন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মা দিবস #বিশ্ব মা দিবস #আজ বিশ্ব মা দিবস