দেশজুড়ে

বজ্রপাতে এক জেলাতেই শিশুসহ পাঁচজনের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১১ মে) বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ে দুটি উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে তিনটার দিকে নাসিরনগর উপজেলা সদরের টেকানগর গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আবদুর রাজ্জাক মিয়া (৩৫) ঘটনাস্থলের মারা যান। বিকেল চারটার দিকে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক শামসুল হুদা (৫৯)।একই সময়ে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় জাকিয়া বেগম (৮) নামের এক শিশু। কিছুক্ষণ পর সে মারা যায়

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান,  বজ্রপাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত হালিমা বেগমকে (৩৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কণ্ঠনালি দগ্ধ হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নিহত ও আহতদের পরিবারে অর্থসহায়তা প্রদান করা হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান,  আজ বিকেলে বজ্রপাতে আখাউড়া উপজেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খাঁ (২২)। এ ছাড়া বনগজ গ্রামে বজ্রপাতে দুটি গরু মারা গেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #বজ্রপাত