চাঁদপুরে মাদক মামলার আসামী গ্রেপ্তারের সময় পুলিশের উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ ক্বারী ও সোহাগ ক্বারী।
রোববার (১১ মে) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপর হামলা করে আসামী পক্ষের লোকহন সবুজ ক্বারীকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শফিকুল ইসলাম ও কন্সটেবল জাকির হোসেন গুরুত্বর আহত হয়।
পরবর্তিতে গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে আসামীদের ধরতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের উপর হামলার ঘটনায় চাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে তাদের বিরুদ্ধে, চুরি, মাদকের মামলা ছিলো বলে পুলিশ জানিয়েছে।
আই/এ