জাতীয়

মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর

দেশে আর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামের কোন সংস্থা নেই। সোমবার (১২ মে) গভীর রাতে গোপনে জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ভেঙে গড়ে তোলা হয়েছে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। দীর্ঘদিনের এ প্রতিষ্ঠানের বিলুপ্তি হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এখন রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধীনে কাজ করবেন। এদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী কিছু জনবলকে রাজস্ব নীতি বিভাগে পাঠানো যাবে। পাশাপাশি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে তার জনবল যুক্ত করা হচ্ছে রাজস্ব নীতি বিভাগে।

সরকারের এ সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারসহ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, গুরুত্বপূর্ণ মতামত উপেক্ষা করেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই প্রক্রিয়ায় নীতিনির্ধারণে স্বচ্ছতা ও পেশাদারিত্ব হারাবে বলে তারা আশঙ্কা করছেন।

প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর ভবনে এই কর্মসূচির আয়োজন করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’, যেখানে ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা যুক্ত আছেন।

এনবিআর সূত্র বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে প্রায় ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকার। এ ঘাটতি পূরণে প্রতিদিন প্রায় ২ হাজার ২৭৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে বাকি সময়টায়। এমন পরিস্থিতিতে কর্মবিরতি বা অসন্তোষ আরও বড় আর্থিক চাপে ফেলতে পারে সরকারকে।

অধ্যাদেশ প্রকাশের পর একাধিক কর কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই রাখা হয়নি। আজকের অবস্থান কর্মসূচির পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানান।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এনবিআর #রাজস্ব বোর্ড #অধ্যাদেশ জারি