জাতীয়

জুলাই-আগস্টে দেশে গণহত্যা ঘটেনি : চিফ প্রসিকিউটর

গেল বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

তবে এসব ঘটনার প্রকৃতি ‘গণহত্যা’ নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (১২ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলতে যা বোঝায়, তা এই ঘটনার সাথে মেলে না। 

তিনি বলেন, এগুলো ছিল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা নয়। ব্যাপকহারে হত্যাকাণ্ড ঘটেছে, তবে তা জেনোসাইড নয়।

তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।

গেল বছর জুলাইয়ে গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থার প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগনামা খুব শিগগিরই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। 

সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য, ২০১০ সালে শেখ হাসিনার সরকারের আমলেই মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। কিন্তু ২০২৪ সালে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তিনি দেশত্যাগ করলে আইনে সংশোধনী আনা হয় এবং সেই আইনের আওতায় এখন তার মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন জুলাই গণহত্যা | চিফ প্রসিকিউটর | শেখ হাসিনা