সরকারি নীতির বিরোধিতা করলেই হানা পড়ে ইডি, সিবিআই কিংবা আয়কর দপ্তরের- এমন ভয়ের সংস্কৃতিতে বলিউড তারকারা আজ নিঃশব্দ। আর এ নিয়েই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিব্বালের ইউটিউব শোতে অতিথি হয়ে এসে এই ইস্যুতে মুখ খোলেন জাভেদ। বলিউডের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে মুখ খুললে আজকাল তার জবাব আসে তদন্ত সংস্থার হানার মাধ্যমে। তাই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা সচরাচর কিছু বলতে সাহস পান না।’
জাভেদের ভাষায়, ‘আমেরিকার অভিনেত্রী মেরিল স্ট্রিপ যখন প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমালোচনা করেছিলেন, তখন তার বাড়িতে কোনো আয়কর হানাও পড়েনি, কোনো তদন্তও হয়নি। কিন্তু ভারতে কেউ মুখ খুললেই তার পেছনে লেগে যায় ইডি বা সিবিআই।’
তিনি যোগ করেন, ‘আমি এই বিতর্কে যাব না যে এসব ভয় সত্যি, না কল্পনা। কিন্তু এটাও এক ধরনের মানসিক সন্ত্রাস—যা বহু মানুষকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে।’
তবে একইসঙ্গে তিনি বলিউড তারকাদের পুরোপুরি দায়ী করেননি। বরং তাদের পরিস্থিতি বোঝার কথা বলেন। ‘এই পেশা মূলত বিনোদনের, তবে তারা সমাজের বাইরে নয়। বাইরের চাপ তারা ভেতরেও টের পান, পার্থক্য হলো তাদের জীবনটা বেশি দৃশ্যমান।’
তবে জাভেদ আখতারের মতে, এমন সংস্কৃতি বদলানোর সময় এখনই। নীরব থাকার বদলে দায়িত্বশীল অবস্থান নেওয়ার পরামর্শও দেন তিনি।
এসি//