হিন্দু দেবতা রামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাহুল গান্ধীর পাশাপাশি ওই মামলায় আসামী করা হয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে (এআইসিসি)।
সোমবার (১২ মে) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হরিশংকর পান্ডে।
অভিযোগপত্রে বলা হয়, গেলো ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় হিন্দু দেবতা রামকে পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলেছেন রাহুল গান্ধী। যা সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
আগামী ১৯ মে থেকে এ মামলার শুনানি শুরু হবে।
এনএস/