আইন-বিচার

শিল্পী ও সাবেক এমপি মমতাজের রিমান্ড মঞ্জুর

জুলাই অন্দোলনে মিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলায় সঙ্গীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে)  দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে  এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।

 

গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এ এমপিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মমতাজ