আইন-বিচার

মমতাজের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে স্লোগান

সাবেক সংসদ সদস্য মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে নেয়ার সময় আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধরা। এসময় মমতাজের ফাঁসির দাবিতে স্লোগানও দেয় তারা। 

হত্যা ও হামলার আলাদা মামলায় বৃহস্পতিবার (২২মে) মমতাজ বেগমকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দুটি মামলার শুনানি হয়। 

এসময় সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। 

অন্যদিকে হরিরামপুর থানায় দায়ের করা একটি হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক  মমতাজকে দুই দিনের জন্য রিমান্ডে নেয়ার আদেশ দেন। 

হত্যা মামলার বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেছেন, হত্যা মামলা এবং হামলা ও মারধরের দুটি মামলায় আদালত আসামি মমতাজের মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জাতীয় সংসদে এই আসামি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি অবৈধভাবে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। আসামির প্রতি মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ। জেলাবাসী তাঁর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে ।

এর আগে রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁকে মানিকগঞ্জ আদালতে নেয়া হয়। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মানিকগঞ্জ আদালত #মমতাজ বেগম #ডিম ও জুতা নিক্ষেপ