বাংলাদেশের প্রখ্যাত পল্লী সংগীতশিল্পী আব্দুল আলীমের সাতটি মূল্যবান পদক ও সম্মাননা স্মারক এখনও উদ্ধার হয়নি, যা দুই সপ্তাহ আগে চুরি হয়েছিল। গেল ৮ মে রাজধানীর খিলগাঁওয়ের শিল্পী আব্দুল আলীমের মেজ মেয়ে আসিয়া আলীমের বাসা থেকে এসব পদক চুরি যায়।
চুরি হওয়া পদক ও সম্মাননার মধ্যে রয়েছে ১৯৭৭ সালের একুশে পদক, ১৯৯৭ সালের স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তান প্রেসিডেন্টের তমঘা-ই-হুসন পদক, লাহোরে নিখিল পাকিস্তান সংগীত সম্মেলন থেকে পাওয়া দুটি সম্মাননা স্মারক, এবং আরও সাতটি মেডেল। এছাড়া নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের একটি গলার হার ও একটি কানের দুলও চুরি হয়েছে।
শিল্পীর মেয়ে আসিয়া আলীম জানান, ৮ মে সন্ধ্যায় তিনি বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। তিনি খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার তিনতলা বাড়ির নিচতলায় বসবাস করেন। বাড়ির অন্য ইউনিটে তার মেজ ছেলে সংগীতশিল্পী আজগর আলীম এবং পাঁচ সন্তানের মধ্যে আরও কেউ থাকেন।
শিল্পী আব্দুল আলীমের বড় ছেলে সংগীতশিল্পী জহির আলীম গণমাধ্যমকে জানান, চোরেরা বাড়ির পানি ও গ্যাস বিলের প্রায় ১০ হাজার টাকা ছেড়ে দিয়েছে। কিন্তু পদক, স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা নিয়ে চলে গেছে। তিনি বলেন, পদকগুলো ফিরে পেলে বাবার স্মৃতি ও সম্মাননা ফিরে পাবো, তবে না পাওয়া আমাদের জন্য গভীর কষ্টের।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে পদক উদ্ধারে সহায়তার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
খিলগাঁও থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তির চেহারা শনাক্ত করা হয়েছে। তবে ফুটেজের গুণমান তেমন পরিষ্কার না হওয়ায় এখনও চোরদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, পুলিশ এই চুরির ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
এসকে//