বিনোদন

হঠাৎ উধাও গায়িকা মমতাজ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চার দশকের বেশি সময় ধরে লাখো মানুষের গানে গানে হৃদয় ছুঁয়েছেন মমতাজ বেগম। বাংলার লোকসংগীতের এই জনপ্রিয় শিল্পী দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

গেলো সাত মাস ধরে কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, এমনকি তার কোনো খোঁজও নেই

মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্ডপে মমতাজ বেগমের বাড়িতে একসময় বহু মানুষের আনাগোনা ছিল। কিন্তু এখন সেখানে যেনো শুধুই নীরবতা। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কোথায় আছেন তার বাড়ির নিরাপত্তারক্ষীও জানেন না। স্থানীয়রাও অনেকদিন যাবৎ মমতাজের গাড়ি কিংবা তাকে বাড়ির আশপাশে আসতে দেখেননি। পরিবারের ঘনিষ্ঠরাও তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছেন না

গায়িকা মমতাজ কোথায়?
গায়িকা মমতাজ কোথায়?

এদিকে, মমতাজ বেগমের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি পুরোপুরি অনুপস্থিত। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার—সব জায়গা থেকেই তিনি হঠাৎ করে গায়েব হয়ে গেছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডিও গত বছরের সেপ্টেম্বরের পর আর সক্রিয় নেই। সর্বশেষ তিনি মায়ের স্মৃতিচারণ করে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে কাঁদতে দেখা যায়

তার ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ১৩ অক্টোবর সর্বশেষ একটি গান পোস্ট করা হয়েছিল—

‘আমার হাত বান্ধিবি,পা বান্ধিবি,মন বান্ধিবি কেমনে/আমার চোখ বান্ধিবি,মুখ বান্ধিবি,পরাণ বান্ধিবি কেমনে’। এই গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। এখন পর্যন্ত গানটির ভিউ হয়েছে ৩২ লাখ, মন্তব্য এসেছে ১৯ হাজারেরও বেশি, আর শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার বার

সংসদে গাইলেন মমতাজ, মুগ্ধ প্রধানমন্ত্রী
সংসদে গাইলেন মমতাজ, মুগ্ধ প্রধানমন্ত্রী

২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। পরে ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে তিনি পরাজিত হন

নির্বাচনে হারের পর মমতাজ বেগমকে উপজেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডেও খুব একটা সক্রিয় দেখা যায়নি। তবে সাংগীতিক কার্যক্রমে তিনি ব্যস্ত ছিলেন। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাওয়ায় সমালোচিত হন তিনি। পরে বিদ্যুৎ নিয়ে দেওয়া একটি বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন

বর্তমানে মমতাজ বেগম কোথায় আছেন, কী করছেন—তা নিয়ে ঘোলাটে তৈরি হয়েছে। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তুলছেন অনেক প্রশ্ন। লোকগানের এই জনপ্রিয় শিল্পী কি তার সংগীতজগতে আবার ফিরে যাবেন, নাকি রাজনীতিতে আবার সক্রিয় হবেন—এ নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন মমতাজ বেগম | সংসদ সদস্য | বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী