খেলাধুলা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন কোচ হেসন

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক এই প্রধান কোচ বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। চলমান পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ মে থেকে পাকিস্তান দলের হয়ে কাজ করবেন হেসন।

মঙ্গলবার (১৩ মে) পিসিবির দেওয়া এক বিবৃতিতে হেসনকে নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয়।

পিসিবি আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ জানায়নি। তবে ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট বলছে, বোর্ডের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে হেসনের।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, আমি পাকিস্তান পুরুষ দলের সাদা বলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও পরিচিত কোচ মাইক হেসনের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত।

হেসন ২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান। তিনি সেখানে ৬ বছর কোচ হিসেবে ছিলেন। হেসনের অধীনে ২০১৫ বিশ্বকাপ ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল হারে কিউইরা।

গত ৫ মাস ধরে আকিব জাভেদ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইক হেসন #পাকিস্তান #নিউজিল্যান্ড