ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত বন্ধ হয়েছে। সংঘাত চলাকালীন সময় অন্যান্য অনেক বিষয়ের মতো ক্রিকেটেও এর প্রভাব পড়ে। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তানের পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)- এই লিগ দুইটি স্থগিত করা হয়। স্থগিত হওয়া লিগ দুইটি শুরু হচ্ছে একইদিনে।
মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।
মহসিন নাকভি জানিয়েছেন, ‘পিএসএলের ১০ম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন, যেটা শুরু হবে ১৭ মে থেকে। ২৫ মে গ্র্যান্ড ফাইনাল। সব দলের জন্য শুভকামনা।’
পিসিবি থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছ। পাকিস্তানেই পিএসএলের বাকি ৮ ম্যাচ হতে পারে, এমনটি জানা যায়।
গতকাল (১২ মে) আইপিএল পুনরায় শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই লিগও শুরু হবে ১৭ মে থেকে।
এর আগে গত ৯ মে পিএসএল স্থগিত করে পিসিবি। যদিও এই লিগের বাকি অংশ হওয়ার কথা ছিল আরব আমিরাতে। যা পরবর্তীতে আর হয়নি। একইদিনে আইপিএলও স্থগিত করা হয়।
এমএইচ//