টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-২০২৫ এর জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। পেসার লুঙ্গি এনগিডি কুঁচকির চোট থেকে সেরে উঠেছেন, ফলে তিনি আছেন এই দলে।
টেম্বা বাভুমা ফাইনালে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে আগামী ১১ জুন।
সবশেষ পাকিস্তান সিরিজের টেস্ট দল থেকে ২ টি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা। তরুণ কিয়ানা মাপাখা ফাইনাল মিস করবেন, এনগিডি ফেরায়। এছাড়াও টপ অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটজকে’কে রাখা হয়নি স্কোয়াডে।
টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম টপ-অর্ডার ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করবেন। যেখানে তরুণ তারকা ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম ও বাভুমা সামলাবেন মিডল-অর্ডার।
কাইল ভেরেইন্নে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন এবং লোয়ার ডাউন অর্ডারে ব্যাট করবেন। এছাড়াও অলরাউন্ডার উইয়ান মালডার ও মার্কো জানসেনও ব্যাট হাতে অবদান রাখার চেষ্টা করবেন।
মালডার ও জানসেন পেস বোলিংয়ের দায়িত্ব পালন করবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বসচ এর সঙ্গে। আর স্পিনে দেখা যাবে কেশভ মহারাজ ও সেনুরান মুথুসামি’কে
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক), উইয়ান মালডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, করবিন বসচ, কেশভ মহারাজ, সেনুরান মুথুসামি।
এমএইচ//