বৈশাখের বিদায়ে রোদের তেজ যেন আরও রুদ্র হয়ে উঠেছে। চারদিকে ছড়ানো খরতাপে হাঁসফাঁস করছে জনজীবন। ঠিক এই দাবদাহের ভেতরেই আকাশে জমে উঠছে কালো মেঘ। বজ্রপাত আর ঝড়ের অশনিসংকেত দিচ্ছে আবহাওয়া।
বুধবার (১৪ মে) সন্ধ্যার মধ্যেই দেশের সাতটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট—এই সাত জেলাকে ঘিরে রয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কতা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দেশের ১৬টি জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলায় হতে পারে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি ও শিলা ঝড়। ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে রয়েছে: পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বজ্রঝড়ের এই পূর্বাভাস মাথায় রেখে সতর্ক থাকার পাশাপাশি জনসাধারণকে কিছু প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে:
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে অবস্থান করুন।
২. দরজা-জানালা বন্ধ রাখুন।
৩. সম্ভাব্য ঝড়ের সময় যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে চলে যান, ৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না কিংবা কংক্রিটের মেঝেতে শুয়ে পড়বেন না।
৭. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
৮. ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে দিন।
৯. জলাশয় বা পানির কাছ থেকে দ্রুত সরে আসুন।
১০. শিলাবৃষ্টির সময় ঘরের ভিতর অবস্থান করুন।
এসি//