ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং পুরো ছাত্রসমাজকে আতঙ্কিত ও দমন করার পরিকল্পিত অপচেষ্টা।
ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, ‘সর্বোচ্চ বিদ্যাপীঠের ভেতরে এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। বিগত সময়গুলোতে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার যে প্রবণতা দেখা যাচ্ছে, সাম্যর হত্যাও তারই ধারাবাহিকতা। এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোমতেই এড়াতে পারে না।’
সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, ‘সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দীর্ঘ ১৭ বছর ধরে একটি মহল ছাত্রদল নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, অথচ বারবার সন্ত্রাসের শিকার হচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করছি।’
এ সময় সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসি//