বিনোদন

৮ বছর পর এলো চিরকুটের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয় বাংলা ব্যান্ড চিরকুট। দীর্ঘ আট বছর পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে তারা। ‘ভালোবাসাসমগ্র’ শিরোনামে এই অ্যালবামে রয়েছে দশটি একেবারে নতুন গান, যা সুর ও কথায় গড়া ব্যান্ড সদস্য শারমিন সুলতানা সুমির শিল্পসত্ত্বার অনন্য প্রতিফলন।

গত মঙ্গলবার থেকে অ্যালবামের গানগুলো পাওয়া যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। শ্রোতাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আবেগাপ্লুত চিরকুট জানায়, এই অ্যালবাম আমাদের অস্তিত্বের জায়গা। আজকে রাতে আমাদের ঘুম ভালো হবে।

চিরকুটের এই চতুর্থ অ্যালবাম শুধু একটি সংগীতপ্রকাশ নয়, এটি যেন তাদের ২৩ বছরের দীর্ঘ যাত্রার এক আন্তরিক উপসংহার। ব্যান্ডটি জানায়, চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা, পাশাপাশি প্রতিকূলতাকে জয় করার মানসিকতা ও ক্রমাগত নতুন সৃষ্টির প্রতি দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই।‘ভালোবাসাসমগ্র’ এ যেসব গান রয়েছে—দামী, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।

অ্যালবামটির সংগীত প্রযোজনায় ছিল চিরকুট নিজেই। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছেন তরুণ মিউজিক প্রডিউসার জাকির আহমেদ। মিক্স ও মাস্টারিং করেছেন ইফতি খাইরুল আলম শুভ, সহযোগিতায় ছিলেন জাকির ও ইয়ার হোসেন।

গানগুলোর ভিডিও প্রযোজনায় রয়েছে লাইভটুয়েব এবং আফফান আজিজ প্রিতুল। অ্যালবামের আর্টওয়ার্ক করেছেন রাকিব রহমান। রেকর্ডিং হয়েছে স্টুডিও কোকিল ও বাটার রেকর্ডস-এ, এবং পোস্ট-প্রডাকশনও হয়েছে বাটার রেকর্ডসেই।

প্রথম গান ‘দামী’ এর মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছে চিরকুট। আরও দুটি গানও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্যান্ডটি। বাকি গানগুলো প্রকাশ পাবে লিরিক্যাল ভিডিও আকারে।

গান ডিস্ট্রিবিউশনে সহযোগী হিসেবে রয়েছে বন ফায়ার। ব্যান্ডটি অ্যালবাম উপলক্ষে খুব শিগগিরই একটি একক কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা করছে।

ব্যান্ডের বর্তমান লাইন আপ - শারমিন সুলতানা সুমি - কথা, সুর, কণ্ঠ, পাভেল আরিন - সাউন্ড প্রোডাকশন, ড্রামস, রায়হান ইসলাম শুভ্র - রিদম গিটার, দিব্য নাসের - লিড গিটার, হারমনি ভয়েস, ইশমামুল ফারহাদ - বেইজ গিটার, রায়হান পারভেজ আকন্দ প্রান্ত-ব্যাঞ্জো, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক,ইয়ার হোসেন - কিবোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন, ফায়েজ সাগর - সাউন্ড ইঞ্জিনিয়ার।

ব্যান্ড সদস্য শারমিন সুলতানা সুমি বলেন, এই অ্যালবাম একদম আমাদের চিন্তা, অনুভব, ও পরিশ্রমের প্রকাশ। চিরকুট আমাদের ধ্যানের মতো। যারা আমাদের ভালোবাসেন, তারা নিশ্চয়ই তা বুঝতে পারবেন।

তিনি আরও জানান, এই অ্যালবামটি বর্তমান চার সদস্য—প্রান্ত, দিব্যী, ইয়ার ও শুভ্র-এর জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম। ওদের আনন্দ দেখে আমিও গভীর আনন্দ পেয়েছি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্যান্ড চিরকুট #নতুন অ্যালবাম