ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত রয়েছে। এ ঘটনায় আজও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা–কর্মীরা। তবে ছাত্রদলের বিক্ষোভে বহিরাগতরা থাকায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করছেন।
জানা যায়, শিক্ষার্থীরা কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দিয়েছেন। বিকেল পাঁচটায় অপরাজেয় বাংলার পাদদেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবেন তাঁরা। শিক্ষার্থীদের এ আন্দোওনের সাথে সংহতি জানিয়েছেন কয়েকটি বাম সংগঠনও।
এছাড়া শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নেতা–কর্মীরা শাহরিয়ার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
এদিকে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভে বহিরাগত থাকায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন—এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।”
এদিকে দুপুরে ঢাবি থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল। এর ধারাবাহিকতায় আজকের পূর্ণদিবসের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে সাম্যর মৃত্যু হয়। ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) ছাত্র শাহরিয়ার থাকতেন স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে। তিনি হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আই/এ