মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করা হবে আজ শনিবার (১৭ মে)। সকালে মামলার প্রধান আসামি হিটু শেখসহ চারজনকে আদালতে হাজির করা হয় এবং তাদের গারদে রাখা হয়েছে। মামলার রায় ঘোষণা করবেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম জানিয়েছেন, প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মেডিকেল প্রতিবেদন, ঘটনাস্থল ঘিরে বিভিন্ন সাক্ষ্য, এবং লিখিত প্রমাণাদি একত্র করে রাষ্ট্রপক্ষ দৃঢ়ভাবে আসামিদের দোষী প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই অপরাধের জন্য আদালত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা প্রদান করবেন বলে আশাব্যক্ত করেন তিনি।
হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মৃত্যুদণ্ড প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে, আসামি সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬(২) ধারায় এবং হিটুর স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে ২০১ ধারায় সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গেল ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ফরিদপুর মেডিকেল হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
ঘটনার তিন দিন পর, ৮ মার্চ আছিয়ার মা আয়েশা আক্তার চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। এরপর মূল অভিযুক্ত হিটু শেখ ১৫ মার্চ আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জানান, সে একাই এই অপরাধে জড়িত।
তদন্ত শেষে, ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এরপর ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
এমএ//