দেশজুড়ে

গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ

ঢাকার বাড্ডার দক্ষিণ আনন্দ নগরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু মিলিয়ে একই পরিবারের পাঁচজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে)  দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)। তোফাজ্জল মিয়া পেশায় একজন শ্রমিক। একটি সিমেন্ট ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করেন। 

প্রতিবেশী মো. শরীফ জানান, তোফাজ্জলের বাসায় গ্যাস জমে ছিল। রান্নার সময় চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। ধোঁয়া আর আগুনে মুহূর্তেই ঘরের সবাই দগ্ধ হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তোফাজ্জল মিয়ার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী মঞ্জুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং ছোট তানিশার শরীরের ৩০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

সবাইকে জরুরি চিকিৎসা শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাড্ডা #আগুণ #গ্যাস লিকেজ