পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ মে পর্যন্ত করা হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি এখানেই শেষ হচ্ছে না। রোববার (১৮ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত এই যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী একটি চুক্তির রূপ দিতে চায়। সীমান্তে শান্তি বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ করছে। তবে এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে ভারতীয় সেনাবাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে পরমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশির মধ্যে তীব্র লড়াই শুরু হয়। উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা করে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রম্পের হস্তক্ষেপে অবশেষে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।
যুদ্ধবিরতির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে দুই দেশের সদিচ্ছা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এমএ//