ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় মহাসড়কের জায়গা দখল করে বানানো একটি পাকা ঘর ভেঙে দিয়েছে সড়ক বিভাগ। সোমবার (১৯ মে)সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।
সড়ক বিভাগ জানায়, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম সরকারি সড়কের জায়গায় একটি পাকা ঘর বানিয়েছিলেন। তাকে বারবার বলার পরও তিনি ঘর বানানো বন্ধ করেননি। এজন্য শৈলকূপার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে ঘরটি ভেঙে ফেলা হয়।
অভিযানের সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা এবং শৈলকূপা থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন ।
সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, এটি সরকারি জায়গা। এখানে ঘর বানানো বেআইনি। বারবার সতর্ক করার পরও কেউ না শুনলে আমরা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিই।
তিনি আরও বলেন, সড়কের আশপাশে কেউ যেন আর অবৈধভাবে কিছু না বানায়, এজন্য আমাদের অভিযান চলতেই থাকবে। মহাসড়কের জায়গায় কিছু নির্মাণ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।
এসকে//