ফাউলের মতো কোন দৃশ্য চোখে পড়লো না, অথচ রেফারি বাজিয়ে দিলেন ফাউলের বাঁশি। বল জালে পাঠিয়েও বাতিল হলো বাংলাদেশের নিশ্চিত গোল। ভারতের বিপক্ষে বাংলাদেশকে হারিয়ে দিতেই যেন রেফারির এতো আয়োজন।
তবুও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুতেই এক গোল হজম করে বাংলার যুবারা। প্রথমার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সমতায় ফেরা হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে বদলি নামা জয় আহমেদের জোরালো শটে বল আশ্রয় নেয় জালে।
অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট আর কেউ জালের দেখা পায়নি। বয়সভিত্তিক টুর্নামেন্টিতে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি যায় টাইব্রেকারে।
সেখানেও শুরুটা ভালোই করে বাংলাদেশ। ভারতের দ্বিতীয় শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল। তবে চতুর্থ ও পঞ্চম শট মিস করেন সালাহ উদ্দিন নাজমুল হুদা। আর তাতেই শিরোপার স্বপ্ন পরিণত হয়ে চোখের পানিতে।