যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাসের পথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন কংগ্রেসে বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৪৫ লাখ ভারতীয় এবং কয়েক লাখ বাংলাদেশিসহ প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে।
এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পায় ভারত। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে পাঠানো ১১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়ের প্রায় ২৮ ভাগই এসেছে ‘এইচ ওয়ান বি’ ও এল-ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয়দের মধ্যে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে এ্ং যুক্তরাষ্ট্রে যাদের জন্ম হয়েছে তারা এই করের বাইরে থাকবে। তবে তাদের নাগরিকত্বের প্রমাণ দেখানোসহ মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনও কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হল প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে প্রতিবেদনে জানানো হয়।
এমআর//