জাতীয়

ঈদযাত্রা: আগামীকাল থেকে শুরু ট্রেনের আগাম টিকিট বিক্রি

আসছে ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে বুধবার (২১ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল আটটায়। অপরদিকে পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা দুইটা থেকে।

এর আগে গেল ১২ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই ঘোষণা দেন। 

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ রেলওয়ে #ঈদযাত্রা #ট্রেনের টিকিট