আন্তর্জাতিক

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদি বিদ্বেষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারবার ইহুদী বিদ্বষ ও বর্ণবাদ ঠেকাতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে এই অনুদান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কোন ধরনের বৈষম্য সহ্য করা হবে না। ফেডারেল অনুদান শুধুমাত্র তাদেরকেই দেয়া হবে, যারা সব শিক্ষার্থীদের অধিকার রক্ষা করবে।

র আগে, ট্রাম্প প্রশাসন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ২০০ বিলিয়ন ডলারের অনুদান আটকে দেয়। এছাড়া শিক্ষা বিভাগের সেক্রেটারি লিল্ডা ম্যাকম্যাহোন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাতে কোন ধরনের অনুদান দিবে না সরকার।

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #হার্ভার্ড বিশ্ববিদ্যালয় #ট্রাম্প #অনুদান