ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয় আছে, সম্প্রতি এমন কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের পদায়নের নামে আর্থিক লেনদেন করছে। এমন অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে ঢাকা রেঞ্জ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ঢাকা রেঞ্জের ইউনিটসমূহে পুলিশ সদস্যদের বদলী ও পদায়ন করা হচ্ছে।
এক্ষেত্রে কারো সাথে আর্থিক লেনদেন পরিহার করতে অনুরোধ করেছে ঢাকা রেঞ্জ পুলিশ কর্তৃপক্ষ। রেঞ্জের আওতাধীন কোন ইউনিটে বদলী ও পদায়নের জন্য কেউ প্রলোভন দেখালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় হস্তান্তরের জন্য বলা হয়েছে। আজ মঙ্গলবার (২০মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ কর্তৃপক্ষ।
এসকে//