‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ এ শ্লোগানে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে বিএসটিআই ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। স্বাগত বক্তব্য রাখেন এস.এম.তালাত মাহমুদ উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই গাজীপুর কার্যালয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তাসরাতুল রিয়াজ নেহা, সহকারী অধ্যাপক, ম্যাটেরিয়ালস এন্ড মেটার্লজিক্যাল বিভাগ, ডুয়েট।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মো. রবিউল হাসান উপ-পুলিশ কমিশনার (উত্তর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আই/এ