আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এসব দেশের কূটনীতিকরা বিভিন্ন সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। 

নিষেধাজ্ঞা তুলতে ইতোমধ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে জোটভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতরা। চুক্তিটি আগামী মঙ্গলবার ব্রাসেলসে সংগঠনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উত্থাপন করা হবে। সেখানে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।  

গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা দেয়। ওয়াশিংটনের এমন ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসলো।

বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন ২০১২-১৩ সালে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো ইউরোপীয় ইউনিয়ন

আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকার এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।   

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরিয়া #ইউরোপীয় ইউনিয়ন