গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ১৭-২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১,৫০,০০০ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার নামাশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত একটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই—বাবুল, ইব্রাহিম ও আলম—এর বাড়িতে একে একে হানা দেয় ডাকাতরা।
প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে লুটপাট চালায়। পরে তাকে দিয়ে অস্ত্রের মুখে নিচতলার দরজায় কৌশলে নক করিয়ে ঘরে প্রবেশ করে। এসময় ওই ঘরে থাকা সদস্যদের বেঁধে ফেলে। এরপর শেষ ভাইয়ের রুমেও একই কৌশলে ঢুকে সবাইকে আটক রেখে পুরো বাড়িতে লুটপাট চালায় ডাকাতদল।
ভুতভোগীরা জানিয়েছেন, ডাকাতরা মুখোশ পরিহিত ছিল এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়েছে। প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।