নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) ১১ টার পর পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনের সামনে এ বিক্ষোভ শুরু হয়।
এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।
বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এর আগে ২০ মে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ৫ আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিক। আমাদের তাতে কোনো আপত্তি নেই।
আই/এ