অপরাধ

রাজধানীর জিগাতলায় আলভি হত্যা; চারজন গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় কলেজ ছাত্র সামিউর রহমান খান আলভী হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম মোঃ রায়হান (২০)মোঃ হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩)কাউসার (২১)।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে ধানমন্ডি ও হাজারীবাগ এলাকা থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার ৪২/জি, মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গেল ১৬ মে সামিউর তার তিন বন্ধু মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জাকারিয়া এবং মোঃ ইসমাঈল হোসেনের সঙ্গে ধানমন্ডি লেক পাড়ের একটি রেস্টুরেন্টে যান। এ সময়  গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদেরকে কৌশলে হাজারীবাগ থানাধীন জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ২১/১ বাসার সামনে নিয়ে যায়। তখন ধারালো অস্ত্র দিয়ে সামিউর ও তার বন্ধুদের উপর হামলা করে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সামিউরকে মৃত ঘোষণা করেন। সামিউরের তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সামিউলের বাবা মোঃ মশিউর রহমান খান হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

মামলা রুজুর পর তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৮ মে বিকেল ৫টায় রায়হানকে এবং ১৯ মে বিকেল ৩টায় সমতি পালকে হাজারীবাগের মধুবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২১ মে রাতে সাড়ে ১২টার দিকে ধানমন্ডি লেক বাগানবাড়ি এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান মুন্না ও কাউসারকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, ১৫ মে রাত ৯টার দিকে মাদক সেবনকে কেন্দ্র করে বাগানবাড়ী লেক এ ভিকটিম ও তার বন্ধুদের সঙ্গে আসামীদের  কথা কাটাকাটি হয়।  সেই বিরোধের কারনে আলভীকে হত্যা করা হয়েছে।

আই/এ