দেশজুড়ে

কৃষককে হত্যা করে গরু নিয়ে গেলো ডাকাত দল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দল। এ সময় হাত-পা বেঁধে বস্তাবন্দি করে রাখা হয়েছিল কৃষকের নাতি ইব্রাহিমকে। নিহত তারা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

 সাখাওয়াত হোসেন  বলেন, কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালিয়ে যায়।  কিন্তু তারা তিনটি গরু নিয়ে পালাতে সক্ষম হয় দুটি গরু অন্যত্র পাওয়া যায়। তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কৃষককে #হত্যা #করে #গরু #নিয়ে #গেলো #ডাকাত #দল