আন্তর্জাতিক

তুরস্কে ব্যাপক ধরপাকড়, নিরাপত্তা বাহিনীর ৬৫ সদস্য গ্রেপ্তার

তুরস্কের একসময়কার বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনীর ৬৫ জন সদ্যসকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ৩৬টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

২০১৬ সালের ১৫ জানুয়ারি তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। দেশটির বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেন ওই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী মনে করা হয়

সরকারী সংবাদসংস্থা আনাদোলুর মতে, গ্রেপ্তার হওয়া ৬৫ নিরাপত্তা সদস্যের মধ্যে ৫৬ জন সেনা সদস্য। বাকি ৯ জন দেশটির পুলিশ বাহিনীর সদস্য।

গুলেনের হিজমেত আন্দোলনকে তুরস্কের সরকার ‘ফেতুল্লাহ টেরর অর্গানাইজেশন বা ফেটো’ নামে অভিহিত করে থাকে। একসময় সংগঠনটি  সরকার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল

ফেতুল্লাহ গুলেন ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে মারা যান। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। পরে দুজনের মধ্যে শত্রুতা তৈরি হলে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান গুলেন। সেখান থেকে আর কখনো তুরস্কে ফেরেননি।

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #তুরস্ক #নিরাপত্তা বাহিনী