দেশজুড়ে

ট্রাকচাপায় পাঁচ বছরের শিশু নিহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় এক শিশু মারা গেছে। নিহতের নাম সোয়াদ আল সাফওয়ান (০৫)।  শুক্রবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লাইফ কেয়ার ক্লিনিকের সামনে সখিপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান পৌরসভার গড়গোবিন্দপুর এলাকার মাসুম রানা ও মিতু আক্তার দম্পতির একমাত্র সন্তান।

সখিপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিসিটিভি ফুটেজ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাবা-মায়ের সঙ্গে অটোরিকশায় করে মামাবাড়ি যাচ্ছিল। ক্লিনিকের সামনে রিকশা থামলে সাফওয়ানকে রেখে মা রাস্তার ওপারে যান। অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছিলেন। এ সময় সাফওয়ান মায়ের কাছে দৌড় দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।  

ওসি মোহাম্মদ আবুল কালাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।  

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #টাঙ্গাইল #ট্রাকচাপা