ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাকান্থা জেলায় এই ঘটনা ঘটে।
কাশ্মীরের হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার দুই সপ্তাহ পর এই গুলির ঘটনা ঘটলো। শনিবার ব্রিটিশ সংবাদসংস্থা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ জানায়, তারা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেড়ার দিকে এক সন্দেহভাজনকে এগিয়ে যেতে দেখেন। পরে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা সত্ত্বেও, তিনি এগিয়ে যেতে থাকেন। এমতাবস্থায় তারা গুলি করতে বাধ্য হন।
ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্য পাকিস্তানের দক্ষিণ পূর্বে থাকা সিন্ধু প্রদেশ লাগোয়া। যা মাদক কারবারের অন্যতম স্থান হিসেবে বিবেচিত। এর আগে, এসব স্থান থেকে অনেক পাকিস্তানি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএস/