জাতীয়

১০ দফা দাবিতে সারাদেশে পেট্রলপাম্প বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

১০ দফা দাবিতে আজ রোববার (২৫ মে) সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর ২টা পর্যন্ত।

গেলো ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদ জানায়, ২৪ মের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে দেশের অধিকাংশ পেট্রলপাম্প বন্ধ রয়েছে।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ নির্ধারণ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল কমানো।

এছাড়া আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—

পেট্রলপাম্প যেহেতু কোনো শিল্প নয়, তাই বিভিন্ন কারণে পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর কিংবা ফায়ার সার্ভিস থেকে নিবন্ধন বাতিলের বিধান বন্ধ করতে হবে।

পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়ন সহজ করতে হবে।

বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট, স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র জ্বালানি তেল বিক্রয় বন্ধ করতে হবে।

ট্যাংকলরির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাংকলরি থামানো যাবে না।

পরিষদের ঘোষণা অনুযায়ী, আজকের অর্ধদিবস কর্মবিরতিতে দেশের পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিকরা জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রেখেছেন। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন অব্যাহত থাকবে।

 

এছাড়া, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহের চুক্তি থাকা পেট্রলপাম্প–এই তিনটি ক্ষেত্রে সীমিত আকারে জ্বালানি সরবরাহ চালু থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পেট্রলপাম্প #১০ দফা দাবি