আন্তর্জাতিক

পাকিস্তানে তীব্র বজ্র-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে তুমুল ঝড় ও বজ্র বৃষ্টির কারণে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯২ জন। শনিবার (২৪ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রোববার (২৫ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব প্রদেশে ভারী বজ্রবৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন।

পাকিস্তানি আবহাওয়া অধিদপ্তরের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শনিবার খাইবার পাখতুন প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, অ্যাবোটাবাদ, গুজরানওয়ালা ও এর আশেপাশের অঞ্চলগুলিতে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয়েছে।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া স্থানীয় একটি কারখানার ছাদ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন পাকিস্তান টেলিভিশন।

এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ঝড় #১৩ জন নিহত